আসন্ন ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে পাঁচটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। একইসাথে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, “তদন্ত সংস্থা আমাদের কাছে শেখ হাসিনা ও অপর দুই অভিযুক্তের বিরুদ্ধে যে প্রতিবেদন দাখিল করেছে, তা আমরা গত দুই-তিন সপ্তাহ ধরে গভীরভাবে পর্যালোচনা করেছি। আগামীকাল সেটি ফরমাল চার্জ হিসেবে আদালতে দাখিল করা হবে।”
তাজুল ইসলাম আরও জানান, গত বছরের ১৪ আগস্ট দাখিলকৃত এক অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয় এবং দীর্ঘ ৬ মাস ২৮ দিন তদন্ত শেষে মোট পাঁচটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগগুলোতে গণহত্যা, হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনার বিষয়গুলো উঠে এসেছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানো, হত্যা ও নিরস্ত্র জনতার ওপর সহিংস দমন-পীড়নের অভিযোগ উঠে। ওই সময় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি এবং ১৭ ডিসেম্বর, একই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল।
এই মামলার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে অনুষ্ঠিত হবে।