নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ জন আহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাতের কারণে মূল সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে দেশটির মূল সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
নেপালের পুলিশ মুখপাত্র ড্যান বাহাদুর কার্কি জানিয়েছেন, প্রবল বন্যায় অন্তত আট জন নিখোঁজ। বেশ কিছু মানুষ বন্যার জলে ভেসে গিয়েছেন বা ভূমিধসে চাপা পড়েছেন। এছাড়া ১২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। কার্কি আরো বলেন, উদ্ধারকর্মীরা ভূমিধস পরিষ্কার করছেন। সড়কগুলো দ্রুত খুলে দেওয়ার চেষ্টা চলছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।
জেলা কর্মকর্তা জানিয়েছেন, নেপালের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত কোশি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে অতিক্রম করছে। স্থানীয় বাসিন্দাদের এ নিয়ে সতর্ক করা হয়েছে।