ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি: ফখরুল নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ঈদে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ ও র‍্যাবের টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা নতুন দেশ গড়ার সুযোগ এসেছে, এটা হারাতে চাই না: ড. মুহাম্মদ ইউনূস কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিক বিক্ষোভ ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান অভিভাবক সদস্য মানিক সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা দুই দশক পর বিটিভিতে আবেগপ্রবণ বেবী নাজনীন, জানালেন যে আক্ষেপের কথা

সেলটাকে উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল

ঘরের মাঠে রিয়ালের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে থাকে সেলটা ভিগো। আর সেলটাকে সহজে হারিয়ে টেবিলের শীর্ষস্থানটা
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:১১ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:১১ সময়
সেলটাকে উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল ছবি : সংগৃহীত
ঘরের মাঠে রিয়ালের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে থাকে সেলটা ভিগো। আর সেলটাকে সহজে হারিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।

রোববার (১০ মার্চ) সান্তিয়াগো বার্নাবেউয়ে সেলটা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে রিয়াল মাদ্রিদ। কামাভিঙ্গার একটি হেড কোনমতো সেভ করেন সেলটার গোলরক্ষক গুয়াইতা। তবে রিয়ালকে বেশিক্ষণ গোল করা থেকে ঠেকিয়ে রাখতে পারেননি এই স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচের ২১তম মিনিটেই দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র।

কর্নার থেকে হেড করেন রুডিগার, যা পা দিয়ে ঠেকিয়ে দেন গুয়াইতা। তবে কাছেই থাকা ভিনিসিউস তা জালে জড়ান। প্রথম হাফে আর গোল করতে পারেনি রিয়াল। তবে গোলের প্রচেষ্টা করেছে তারা বারবার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারো আক্রমণ শাণায় রিয়াল। তবে বারবার সেলটাকে বাঁচিয়ে দিচ্ছিলেন সেই গুয়াইতা। ম্যাচের ৭৯ মিনিটে সেই গুয়াইতাই আত্মঘাতী গোল করে বসেন। ম্যাচের ৮৮ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল হয়। তাতে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

ম্যাচের বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে রিয়ালের হয়ে আরেকটি গোল করে আরদা গুলার। ড্যানি সেবায়সের পাস থেকে গোল করেন তুর্কি এই মিডফিল্ডার। এদিকে তুরস্কের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করার রেকর্ড গড়েছেন গুলার।

২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?

এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?