ঢাকা | |

কুষ্টিয়ায় চরমপন্থি লিপটন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্রের বিশাল ভাণ্ডার

কুষ্টিয়ায় চরমপন্থি লিপটন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্রের বিশাল ভাণ্ডারকুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচরা গ্রামে নিজ বাসভবন থেকে চরমপন্থি
  • আপলোড সময় : ৬ জুন ২০২৫, বিকাল ৭:৫৭ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৫, বিকাল ৭:৫৭ সময়
কুষ্টিয়ায় চরমপন্থি লিপটন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্রের বিশাল ভাণ্ডার
কুষ্টিয়ায় চরমপন্থি লিপটন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্রের বিশাল ভাণ্ডার

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচরা গ্রামে নিজ বাসভবন থেকে চরমপন্থি জাহাঙ্গীর কবির লিপটন ও তার তিন সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) রাতভর ও শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লিপটনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬টি বিদেশি রিভলভার, একটি শ্যুটার গান, গুলিভর্তি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, একসময় লিপটন পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তথ্য অনুযায়ী, লিপটন প্রায় দুই ডজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া পার্শ্ববর্তী ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসমূহে মিলিয়ে অর্ধ শতাধিক হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স