ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামীকাল থেকে সারাদেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করলো পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন আহত অবসরের কথা ভাবছেন রোনালদো ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৮ শতাধিক রোগী মহাসড়কের বেহাল অবস্থা, নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিলেন উপদেষ্টা সরকার নির্বাচন চায় না, তারা দলগুলোকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে: রাশেদ খাঁন জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ 'পিএনএস সাইফ' বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে: প্রধান বিচারপতি রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালোভাবে চলবে— বললেন গভর্নর

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনূস’ নামে এক প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪
  • আপলোড সময় : ২৪ মে ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি
রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনূস’ নামে এক প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় ‘দেশপ্রেমিক সাধারণ জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

আয়োজকেরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার পাশাপাশি একটি শক্তিশালী জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে।
তাদের আরও কয়েকটি প্রধান দাবি রয়েছে—
১. সংবিধানের মৌলিক সংস্কার,
২. জুলাই মাসে সংঘটিত ‘গণহত্যা’র জন্য দায়ী আওয়ামী লীগের বিচার,
৩. ড. ইউনূসকে অন্তত পাঁচ বছরের জন্য দায়িত্ব দেওয়ার আহ্বান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা আলোচনায় বসুন, সময় নিন। প্রয়োজনে বিতর্কিত বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে ড. ইউনূসকে রাষ্ট্রপতির পদে নিয়োগ দিন। বিচার প্রক্রিয়া শেষে, সর্বদলীয় অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন করে নির্বাচন দিন।”

এসময় তারা ‘ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগান দিতে থাকেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের সংখ্যা কম হলেও তারা শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ