ঢাকা | |

বছরে ৭শ কোটি লোকসান গুনছে বিভাগটি: পলক

বছরে ডাক বিভাগ ৭শ কোটি টাকার লোকসান গুনছে বলে অভিযোগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
  • আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১২:৯ সময়
বছরে ৭শ কোটি লোকসান গুনছে বিভাগটি: পলক ছবি : সংগৃহীত
বছরে ডাক বিভাগ ৭শ কোটি টাকার লোকসান গুনছে বলে অভিযোগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত ‘দেশের ডাকঘরসমূহে চিলার চেম্বার কার্যকর ও ই-কমার্স সেবা সম্প্রসারণে বেসরকারি অংশীদারিত্ব: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন।

অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত ডাক বিভাগকে বাঁচাতে জুলাই থেকে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি রাজশাহীর তানোর পোস্ট অফিসে জমা রাখা ২ লাখ টাকার হদিস না পেয়ে আত্মহত্যার চেষ্টা চালান পারুল বেগম নামে এক নারী। ওই ঘটনার পর খোদ ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ডাক বিভাগের কর্মকর্তাদের নানা অনিয়ম-অপকর্মের ফিরিস্তি।

শুধু অনিয়ম-অপকর্ম নয়, কর্মকর্তাদের অদক্ষতা ও অব্যবস্থাপনায় পড়ে আছে কোটি কোটি টাকার সার্ভিস ডেলিভারি গাড়ি। কাজে লাগাতে পারেনি স্মার্ট সার্ভিস পয়েন্ট, এমনকি সারা দেশে থাকা ডাক বিভাগের মূল্যবান জমিও। এতে বছরে ৭শ কোটি লোকসান গুনছে বিভাগটি।

পলক বলেন, ডাক বিভাগের মোট ৪৬২টি গাড়ি আছে। এর মধ্যে ১৩৫টি অচল। এসব গাড়ি সাতদিনের মধ্যে ঠিক করে কাজে লাগাতে না পারলে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স