ঢাকা | |

গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে গণভবনে : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, এলিট ফোর্স র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর
  • আপলোড সময় : ৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে গণভবনে : প্রেসসচিব ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, এলিট ফোর্স র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে গণভবনে।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

র‍্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত উল্লেখ্য করে তিনি বলেন, ‘র‍্যাবের ইন্টিলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‍্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।’

তিনি বলেন, ‘গুমে নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুম কমিশনের কথা শুনে অধ্যাপক ইউনূস বলেছেন, এ বিষয়ে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে। একটা হরর মিউজিয়াম থাকবে গণভবনে।

তিনি বলেন, পুলিশের অনেকে পিপিএম, বিপিএম পদক, ভালো পোস্টিং পাওয়ার জন্য পুলিশের অনেকে গুমের সঙ্গে জড়িত হয়েছেন।অনেকে এসব করতেও চাননি। কেউ কেউ সরাসরি জানিয়েছেন, এরকম একটা চিঠি গণভবনে আবিষ্কার করা হয়েছে। হয়তবা গণভবনে চিঠি দিয়েছিল আমরা এই কাজ করতে চাচ্ছি না।

আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবেই চলবে বলে জানিয়েছেন প্রেস সচিব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স