ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামীকাল থেকে সারাদেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করলো পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন আহত অবসরের কথা ভাবছেন রোনালদো ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৮ শতাধিক রোগী মহাসড়কের বেহাল অবস্থা, নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিলেন উপদেষ্টা সরকার নির্বাচন চায় না, তারা দলগুলোকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে: রাশেদ খাঁন জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ 'পিএনএস সাইফ' বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে: প্রধান বিচারপতি রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালোভাবে চলবে— বললেন গভর্নর

শেখ হাসিনাসহ ১০০ জনের বিরুদ্ধে দায়ের করা ছয় মামলার প্রতিবেদন দাখিল ১৭ জুন

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ
  • আপলোড সময় : ২৬ মে ২০২৫, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৬ মে ২০২৫, দুপুর ১০:৯ সময়
শেখ হাসিনাসহ ১০০ জনের বিরুদ্ধে দায়ের করা ছয় মামলার প্রতিবেদন দাখিল ১৭ জুন ছবি : সংগৃহীত
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয়টি মামলার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে ২৫ মে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ তা না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, আগের ধার্যকৃত তারিখে প্রতিবেদন না আসায় আদালত নতুন দিন নির্ধারণ করেছেন।

এর আগে, গত ১৫ এপ্রিল আদালত চার্জশিট গ্রহণ করে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এবং প্রতিবেদন জমার জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেছিলেন। তবে ২৯ এপ্রিলও তা দাখিল না হওয়ায় ১২ মে এবং পরে আবারো নতুন দিন ধার্য করে ২৫ মে নির্ধারণ করা হয়।

প্রথম মামলাটি করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, যেখানে শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে ১৪ জানুয়ারি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ মোট ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। একই দিন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান, যেখানে তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

১৩ এপ্রিল, একই প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এছাড়া, শেখ হাসিনা ও টিউলিপের বিরুদ্ধে পৃথক তিনটি এবং শেখ রেহানা, তার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে একটি করে মামলায়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

১৩ জানুয়ারি, দুদকের পক্ষ থেকে দায়ের করা আরও তিনটি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিবসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এসব মামলার তদন্ত শেষে মার্চ মাসে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ