ঢাকা | |

বিদ্যুৎ বিল কমিয়ে এসির সর্বোচ্চ সুবিধা পেতে সিলিং ফ্যান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের

গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে এয়ার কন্ডিশনার (এসি) আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তবে এসির আরামদায়ক পরিবেশ উপভোগ
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
বিদ্যুৎ বিল কমিয়ে এসির সর্বোচ্চ সুবিধা পেতে সিলিং ফ্যান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের ছবি : সংগৃহীত
গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে এয়ার কন্ডিশনার (এসি) আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তবে এসির আরামদায়ক পরিবেশ উপভোগ করতে গিয়ে অনেক সময়ই বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের। এই সমস্যার সমাধানে এসির সঙ্গে সিলিং ফ্যান চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এক গবেষণায় দেখা গেছে, এসির সঙ্গে ধীরে চালিত সিলিং ফ্যান ব্যবহার করলে ঘরের প্রতিটি কোণে ঠান্ডা বাতাস পৌঁছায়। এতে এসির ওপর চাপ কমে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। বিশেষজ্ঞরা বলছেন, এসির সঙ্গে ফ্যান চালালে এসি দ্রুত ঘর ঠান্ডা করতে সক্ষম হয়, ফলে কম সময়েই কাঙ্ক্ষিত তাপমাত্রা ধরে রাখা যায়।

বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে প্রতি বছরই তাপমাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিল ও এসির কার্যকারিতা নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তা বেড়েছে। এ প্রসঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতের একজন বিশেষজ্ঞ বলেন, “ফ্যান ব্যবহারের ফলে ঘরে বাতাসের চলাচল বাড়ে, যা এসির ঠান্ডা বাতাসকে ছড়িয়ে দেয়। এতে এসির কম্প্রেসার কম সময় চালু থাকে, ফলে বিদ্যুৎ খরচও কমে আসে।”

বাজারে বর্তমানে ইনভার্টার প্রযুক্তির স্মার্ট এসিগুলো বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এসির সঠিক ব্যবহার না জানলে তাতেও বিদ্যুৎ বিল কমানো সম্ভব হয় না।

তবে সব ক্ষেত্রে এসির সঙ্গে ফ্যান চালানোর পরামর্শ দেওয়া হয় না। বিশেষ করে যেসব ঘর ছোট এবং যেখানে রাস্তার ধুলোবালি সহজে প্রবেশ করে, সেখানে ফ্যান চালালে সেই ধুলো এসির ফিল্টারে জমে যায়। এতে এসির কার্যক্ষমতা কমে এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়ে।

বাংলাদেশের আবহাওয়ার কথা বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছেন, ফ্যানের গতি কম রেখে এসি ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকে দীর্ঘসময়, আর বিদ্যুৎ বিলও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স