ঢাকা | |

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা ছবি : সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করেছে। অভিযোগ, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেন করেছেন।

৩ জুন (মঙ্গলবার) দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সংস্থাটির ঢাকায় সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

প্রথম মামলায় উল্লেখ করা হয়, নূর মোহাম্মদ তার দায়িত্বকালে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার সম্পদ অর্জন করেছেন যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তার ১৭টি ব্যাংক হিসাব থেকে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, স্বামীর প্রভাবে তিনি ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকার বাইরে সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন। তার ২১টি ব্যাংক হিসাব থেকে প্রায় ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

উভয় মামলায় নূর মোহাম্মদ ও ইসমত আরা বেগম দুজনকেই আসামি করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স