পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে শুরু হয়েছে ঈদের চতুর্থ দিনের (৩ জুন) ট্রেন যাত্রার টিকিট সরবরাহ। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবারের টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
শনিবার (২৪ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চল অভিমুখী ট্রেনগুলোর আসনের জন্য টিকিট ইস্যু করা শুরু হয়। অপরদিকে, দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুসারে, ঈদের আগে শুধুমাত্র রাজধানী ঢাকা থেকে প্রেরিত আন্তঃনগর ট্রেনগুলোতে মোট আসনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট দেওয়া হয়েছে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে, ৪ জুনের টিকিট পাওয়া যাবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট মিলবে ২৭ মে।
রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় প্রাপ্ত হবে। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঈদের পরবর্তী ফিরতি যাত্রার ক্ষেত্রে ৯ জুনের টিকিট পাওয়া যাবে ৩০ মে। একইভাবে, ১০ জুনের টিকিট মিলবে ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে ৫ জুন তারিখে।