ঢাকা | |

পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের গুরুত্ব

ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব অপরিসীম। কুরআন ও হাদিসে এর তাৎপর্য এবং অপরিহার্যতা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
  • আপলোড সময় : ১৭ মে ২০২৫, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৫, সকাল ৯:৪৫ সময়
পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের গুরুত্ব
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব অপরিসীম। কুরআন ও হাদিসে এর তাৎপর্য এবং অপরিহার্যতা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইসলামী দলিলভিত্তিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব আলোচনা করা হলো:

হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর স্থাপিত: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল—এই সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ করা।" (সহীহ বুখারী: ৮, সহীহ মুসলিম: ১৬)

নামাজের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। এটি বান্দার আল্লাহর কাছে আত্মসমর্পণের শ্রেষ্ঠতম মাধ্যম। কুরআনে আল্লাহ তা'আলা বলেন: "আর যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলো, নিশ্চয় আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে।" (সূরা আল-বাকারা: ১৮৬) - যদিও এই আয়াতে সরাসরি নামাজের কথা বলা হয়নি, তবে দোয়া ও ইবাদতের গুরুত্ব এবং আল্লাহর নৈকট্য লাভের কথা বলা হয়েছে, যার মধ্যে নামাজ অন্যতম।

পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার মাধ্যমে বান্দার ছোটখাটো গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হলো তোমাদের কারো দরজার সামনে একটি প্রবহমান নদী থাকার মতো, যেখানে সে প্রতিদিন পাঁচবার গোসল করে। এতে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে?" সাহাবারা বললেন, "না, কোনো ময়লা অবশিষ্ট থাকবে না।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এটাই হলো পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, যার মাধ্যমে আল্লাহ তা'আলা গুনাহসমূহ ক্ষমা করে দেন।" (সহীহ বুখারী: ৫২৮, সহীহ মুসলিম: ৬৬৭)

নামাজ জান্নাত লাভের অন্যতম প্রধান উপায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "জান্নাতের চাবি হলো 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই) এর সাক্ষ্য দেওয়া এবং সালাত কায়েম করা।" (মুসনাদে আহমাদ: ১৪৬৯৪) - যদিও এই হাদিসের সনদ নিয়ে কিছু আলোচনা আছে, তবে সালাতের গুরুত্বের দিকে এটি ইঙ্গিত করে।

কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যদি তা সঠিক হয়, তবে তার সকল আমল সঠিক বলে বিবেচিত হবে। আর যদি তা ত্রুটিপূর্ণ হয়, তবে তার সকল আমল ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে।" (সুনানে তিরমিযী: ৪১৩, সুনানে নাসাঈ: ৪৬১)

নামাজ মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যকারী বৈশিষ্ট্য। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আমাদের (মুসলমানদের) এবং তাদের (কাফেরদের) মধ্যে চুক্তি হলো সালাত। যে ব্যক্তি তা পরিত্যাগ করলো, সে কুফরি করলো।" (সুনানে তিরমিযী: ২৬২১, সুনানে নাসাঈ: ৪৬৩)

পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর সুস্পষ্ট আদেশ। কুরআনে আল্লাহ তা'আলা বহুবার নামাজের আদেশ দিয়েছেন। যেমন: "তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও।" (সূরা আল-বাকারা: ৪৩)
অন্যত্র আল্লাহ বলেন: "নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয করা হয়েছে।" (সূরা আন-নিসা: ১০৩)

পরিশেষে বলা যায়, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ একজন মুসলিমের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর গুরুত্ব কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বিবৃত হয়েছে। প্রত্যেক মুসলমানের উচিত এই গুরুত্বপূর্ণ ইবাদত যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা এবং পরকালীন জীবনে সফলতা অর্জন করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স