ঢাকা | |

দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম
  • আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১০:৫৬ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১০:৫৬ সময়
দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে নিহত ২ ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তবে দুইজনই একটি কাভার্ডভ্যানের সহকারী ছিলেন।

জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। পরে অন্য একটি কাভার্ডভ্যানের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সেটিকে চালু করার চেষ্টা করে। সামনের কাভার্ডভ্যানের সহকারী দুইজন নষ্ট কাভার্ডভ্যানটিকে চালু করতে সহযোগিতা করছিল। এ সময় একই লেনে ছুপুয়া এলাকায় এলে তৃতীয় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নষ্ট কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স