ঢাকা | |

আইফোন ১৬ উন্মোচন হওয়ার আগে নতুন কিছু তথ্য

আইফোন ১৬ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। চলতি বছর ২০২৪ সালেও সেপ্টেম্বর মাসেই হয়তো আইফোন ১৬ সিরিজ লঞ্চ
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৪, দুপুর ১২:২১ সময়
আইফোন ১৬ উন্মোচন হওয়ার আগে নতুন কিছু তথ্য ছবি: সংগৃহীত
আইফোন ১৬ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। চলতি বছর ২০২৪ সালেও সেপ্টেম্বর মাসেই হয়তো আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে। আইফোন ১৬ সিরিজের লঞ্চ হতে পারে বেস মডেল অর্থাৎ আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেল।

এবছরের সেপ্টেম্বর মাস যত এগিয়ে আসছে আইফোন ১৬ সিরিজের বিভিন্ন ফোন সম্পর্কিত একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে আসছে। যদিও কোনওটিই অ্যাপেল সংস্থা ঘোষণা করেনি। ইতিমধ্যেই যা ট্রেন্ড তা দেখে একটা বিষয় স্পষ্ট যে, এবার সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেল নিয়ে, আইফোন ১৬ সিরিজের টপ-এন্ড মডেল।

আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে 

  • এই ফোনে থাকতে পারে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট।
  •  
  • সম্ভবত এটিই প্রথম আইফোন হতে চলেছে যেখানে দেখা যেতে পারে একটি সুপার টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা। এর সাহায্যে অপটিকাল জুম বাড়ানো সম্ভব হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সুপার কিংবা আলট্রা টেলিফটো বলতে সাধারণ ৩০০ মিলিমিটারের বেশি ফোকাল লেংথ যুক্ত ক্যামেরাকে বোঝায়। 

  • আইফোন ১৬ সিরিজের সব ফোনেই থাকতে পারে একটি নতুন ক্যামেরা বেসড ক্যাপচার বাটন। এর সাহায্যে ইউজাররা দ্রুত ছবি কিংবা ভিডিও তুলতে পারবেন। এছাড়াও এই বাটনে জুম বাড়ানো-কমানোর সুবিধাও থাকতে পারে। বাটন ডান-বাঁদিকে সোয়াইপের মাধ্যমে হয়তো এইসব ফিচারের সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি বাটনে হাল্কা চাপ দিয়ে সাবজেক্টে ফোকাস করা যেতে পারে। আর একটু জোরে চাপ দিলে রেকর্ডিং করার ফিচার অ্যাক্টিভেট করা যেতে পারে হয়তো। এই ক্যাপচার বাটন থাকতে পারে নীচের ডানদিকে (আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে)। 

  • আকার, আয়তনেও বড় হয়ে লঞ্চ হতে পারে আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোন। এখানে ৬.৭ ইঞ্চির থেকে ৬.৯ ইঞ্চির মধ্যে ডিসপ্লে থাকতে পারে। যদি এই তথ্য সত্য হয় তাহলে আইফোন ১৬ প্রো ম্যাক্স বিশ্বের সবচেয়ে বড় আইফোন হিসেবে নির্বাচিত হবে। স্যামসাং গ্যালাক্সি আলট্রা মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে।
  •  
  • আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে একটি ৪৬৭৬ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের থেকে তুলনায় যা বেশি। 
বিশ্বে অ্যাপল একমাত্র কোম্পানি যারা এনএএনডি ফ্ল্যাশ প্রযুক্তি ভিত্তিক স্টোরেজ ব্যবহার করে। অর্থাৎ স্টোরেজ স্পিড কখনই সমস্যা ছিল না। তবে ক্যাপাসিটি ছিল কম। যেই দৌড়ে ওয়ানপ্লাস, স্যামসাং, গুগল ইতিমধ্যে ১৬ জিবি ব়্যাম দেওয়া শুরু করে দিয়েছে।

১৬ জিবি ব়্যামের পাশাপাশি আইফোন ১৬ মডেলে মিলবে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ দিতে পারে অ্যাপল। বেস মডেলে না থাকলেও প্রো মডেলে মিলবে এই ফিচার্স। তবে ব়্যাম বাদে আরও একটি জায়গায় চমক দিতে পারে কোম্পানি। তা হল অন-ডিভাইস এআই অ্যাপ্লিকেশন।

গুগল কিছুদিন আগেই জানিয়েছে, পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকায় পিক্সেল ৮ স্মার্টফোন ব্যবহারকারীরা অন-ডিভাইস এআই ব্যবহার করতে পারবেন না। যেহেতু এআই ফিচার দেওয়ার জন্য অধিক মেমরির প্রয়োজন হয় তা বিষয়টি মাথায় রাখতে পারে অ্যাপল।

আইফোন ১৬-তে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম মডেল ব্যবহার করা হতে পারে। এই মডেলের উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা। এখনও পর্যন্ত বাজারে খুব কম স্মার্টফোন রয়েছে যাতে অ্যাডভান্স এআই ফিচার রয়েছে। যদিও এই দৌড়ে দ্রুত গতিতে কাজ করছে স্যামসাং।

এখনও সবটাই সম্ভাব্য তথ্য। কারণ অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস

শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস