২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আসরে অংশ নেবে ২০টি দল। আফ্রিকা থেকে সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়েছে উগান্ডা। সবার শেষে আসরে জায়গা নিশ্চিত করলেও সবার আগে জার্সি উন্মোচন করেছে দলটি।
জিম্বাবুয়ে-কেনিয়ার মতো দলকে টপকে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় হয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়া সর্বশেষ দল তারা। একই সঙ্গে প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্ব আসরে জায়গা করে নিয়েছে দলটি।
নিজেদের প্রথম বিশ্বকাপ নিয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি রোমাঞ্চিত উগান্ডা। বিশ্ব আসরের জার্সি তৈরির জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। কয়েকজন ডিজাইনারের পাঠানো জার্সির মধ্য থেকে মাঙ্গেনি ইলিয়াসের করা ডিজাইন বেছে নিয়েছে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
বিশ্বকাপের প্রথম দল হিসেবে টুর্নামেন্ট শুরুর আড়াই মাস আগে জার্সি উন্মোচন করেছে উগান্ডা। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিশ্বকাপের জার্সি উন্মোচন করে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাই প্রক্রিয়া হয়েছে কয়েকভাবে। ২০ দলের মধ্যে গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা কোনো বাছাই ছাড়াই সুযোগ পেয়েছে। র্যাংকিং বিবেচনায় টুর্নামেন্টে জায়গা পেয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া এবং উগান্ডা। এছাড়া স্বাগতিক হিসেবে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।