ঢাকা | |

আইপি টিভি-ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করতে নিষেধ করেছে তথ্য মন্ত্রণালয়। যারা এই নীতিমালা লঙ্ঘন করে সংবাদ
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:৫৮ সময়
আইপি টিভি-ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করতে নিষেধ করেছে তথ্য মন্ত্রণালয়। যারা এই নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধিত বা অনিবন্ধিত কোনো আইপি টিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করতে পারবে না। সংবাদ প্রচার করা নিয়ম বহির্ভূত। কিন্তু আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যাবে না বলে নীতিমালা থাকলেও অনেকে এটি মানছেন না। যারা এই নিয়ম অমান্য করে সংবাদ প্রচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, অনিবন্ধিত বেশির ভাগ আইপি ইউটিউব চ্যানেল কৌশলে সংবাদ প্রচার করছে। এটি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাছান মাহমুদ বলেন, গতকাল অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। মানুষ নির্বিঘ্নে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন। বরিশালে ৫০ শতাংশের বেশি এবং খুলনায় ৫০ শতাংশের কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। বিএনপি ভোট বর্জন করেছে, তাদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছেন, তাদের দলীয় কর্মীদের ভোটে অংশগ্রহনে নিষেধ করেছেন। কিন্তু দেখা গেছে তাদের দলীয় নেতাকর্মীরা দুটি সিটি করপোরেশনের ভোটে প্রার্থী হয়েছেন এবং জনগণ তাদের ডাকে সাড়া দেননি। মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমার মনে হয় বিএনপির এ ভোট থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। এতে এটাই প্রমাণিত হয়েছে বিএনপি ভোট বর্জন করলেও, জনগণ ভোট বর্জন করে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত