ঢাকা | |

‘৫৩ বছর যারা ক্ষমতায় থেকেছে জনগণ তাদের বিকল্প খুঁজছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ১১:৩১ সময়
‘৫৩ বছর যারা ক্ষমতায় থেকেছে জনগণ তাদের বিকল্প খুঁজছে’ ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে যারা দেশের শাসনক্ষমতায় ছিল, জনগণ আজ তাদের প্রতি আস্থা হারিয়ে বিকল্প নেতৃত্ব খুঁজছে। তারা এমন একটি দল চায় যারা সৎ, নিষ্ঠাবান, নির্লোভ এবং জনকল্যাণে নিবেদিত থাকবে—এবং সেই যোগ্যতা জামায়াতে ইসলামীর মধ্যেই রয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনোই লুটপাট, চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত হয়নি। জনগণ এখন এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যারা এসব অপকর্মের বাইরে থেকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারবে।

শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পিরোজপুর শহরের আল্লামা সাইদী ফাউন্ডেশন সভাকক্ষে জেলা জামায়াতে ইসলামীর নির্বাচিত কর্মীদের নিয়ে আয়োজিত শিক্ষা-শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রক্তক্ষয়ী ইতিহাসের পথ পেরিয়ে আজ আমরা একটি নতুন বাংলাদেশে অবস্থান করছি। এই নতুন বাংলাদেশে জনগণ একটি ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত কল্যাণমূলক সমাজ ব্যবস্থা চায়। জামায়াতে ইসলামী এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স