ঢাকা | |
সংবাদ শিরোনাম :

অভিনেতা না হলে আলিয়া পার্টি অরগানাইজ করতেন

মাত্র ১৯ বছরের আলিয়া ভাট বলিউড এবং হলিউডে নিজের প্রতিভায় পরিচিতি পেয়েছে।এমনকি এক শিশু সন্তানের মা ও অভিনেতা
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৪, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৪, দুপুর ১২:২৩ সময়
অভিনেতা না হলে আলিয়া পার্টি অরগানাইজ করতেন ছবি : সংগৃহীত
মাত্র ১৯ বছরের আলিয়া ভাট বলিউড এবং হলিউডে নিজের প্রতিভায় পরিচিতি পেয়েছে।এমনকি এক শিশু সন্তানের মা ও অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী আলিয়া খুব কম বয়সেই দক্ষ অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছে।

১৫ মার্চ এই অভিনেত্রীর জন্মদিনে তার সম্পর্কে কিছু অজানা তথ্য জানা যায়।

ছোটবেলায় আলিয়া এতটাই গোলগাল ছিল যে ওঁকে ওঁর বাবা মহেশ ভাট আলু বলে ডাকতেন।

স্টুডেন্ট অব দ্য ইয়ার নয়, আলিয়ার বিগস্ক্রিনে ডেবিউ হয় ১৯৯৯ সালে। সংঘর্ষ সিনেমায় প্রীতি জিন্টার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া।

অভিনেতা না হলে আলিয়া পার্টি অরগানাইজ করতেন। কারণ তিনি যে কোনো জিনিস পরিপাটি করে রাখতে পছন্দ করেন।
  
এছাড়াও চরিত্রের প্রয়োজনে অনেক কিছু শিখেছেন অভিনেত্রী। উড়তা পাঞ্জাব-এ ড্রাগের নেশায় বুঁদ এক হকি প্লেয়ারের চরিত্রে অভিনয় করেন।২০১৯-এ 'কলঙ্ক' সিনেমার জন্য এক বছর কত্থক শিখেছিলেন আলিয়া। এখন তিনি প্রফেশনাল কত্থক ডান্সার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল

যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল