ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বুবলীর বিতর্কিত আচরণে অপুকে সান্ত্বনা দিয়েছেন শাকিব খান গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ক্রমান্বয়ে কেটে ফেলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা মেয়ের ছবি তুলতে মানা, অনুরোধ না শোনায় পাপারাজ্জিদের ওপর বিরক্ত গৌরী ইসলাম: শান্তির ধর্ম ও মানবতার পথনির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা মুখ থুবড়ে পড়েছে : জিল্লুর রহমান ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে কারণ বোর্ডকে জানিয়েছিলাম: শান্ত ৪ বছর আগের সব বিতর্ককে পেছনে ফেলে নতুন জীবনের সূচনা করছেন রিয়া চক্রবর্তী সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ের আভাস

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রতারণার পৃথক তিন মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ১২:৪২ সময়
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবি : সংগৃহীত
চেক প্রতারণার পৃথক তিন মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এ আদেশ দেন।

এর আগে এসব মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওইদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বুধবার (১৭ জানুয়ারি) তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রাসেলের জামিন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি।

এদিকে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল গত রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমে অংশ নেন।
 
সেখানে তিনি বলেন, ইভ্যালির কাছে প্রত্যেক পাওনাদারের দেনা পরিশোধ করা হবে। এক্ষেত্রে যারা অভিযোগ করেছেন অথবা যারা অভিযোগ করেননি সবাইকেই তালিকা অনুযায়ী টাকা পরিশোধ করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল