নিউরোকগনিটিভ ডেভেলপমেন্টাল রিসার্চ পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘ব্রেইন হেলথ রিসার্চ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় এনএসইউসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ’র স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. হাছান মাহমুদ রেজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– যুক্তরাষ্ট্রের স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির ড. খালিদ এম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ড. খালিকুজ্জামান প্রমুখ। কর্মশালায় অংশ নেন বাংলাদেশের ২১টি প্রতিষ্ঠানের শতাধিক প্রশিক্ষণার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক হেলথ বিশেষ করে এপিডেমিওলজি, নিউরোসাইকোলজিকাল এবং মানসিক স্বাস্থ্যের ওপর দক্ষ পেশাদারদের দ্বারা কর্মশালাটি পরিচালিত হয়। তারা নিউরোকগনিটিভ গবেষণার জন্য একটি গবেষণা প্রোটোকল কীভাবে লেখা যায় সে পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এতে গবেষণার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। কর্মশালায় নিউরোকগনিটিভ টেস্টের অ্যাপ্লিকেশনস উপস্থাপন, প্রদর্শন এবং ট্রায়াল হয়। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে কর্মশালায় অংশ নেয়।