ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ভোটে দলবিরোধী কার্যকলাপ, বহিষ্কার হলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের প্রভাবশালী নেতা আর কে সিংকে বহিষ্কার করেছে বিজেপি। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
ভোটে দলবিরোধী কার্যকলাপ, বহিষ্কার হলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ছবি : সংগৃহীত

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের প্রভাবশালী নেতা আর কে সিংকে বহিষ্কার করেছে বিজেপি। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরপরই এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করে দলটি।

আর কে সিংয়ের পাশাপাশি বিহার রাজ্য বিধান পরিষদের সদস্য অশোক কুমার আগরওয়াল ও কাটিহারের মেয়র ঊষা আগরওয়ালকের বিরুদ্ধেও একই শাস্তি জারি করেছে দল।

মূলত, দল-বিরোধী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। আর কে সিং রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এনডিএ-র নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি গুরুতর অভিযোগ করেছিলেন নিতিশ কুমার সরকারের বিরুদ্ধেও।

তিনি নির্বাচনের আগে বিহারের ভোটারদের উদ্দেশে বলেন, তারা যাতে 'অপরাধমূলক কাজে জড়িত' প্রার্থীদের ব্যালটে প্রত্যাখ্যান করেন।

নিজ বক্তব্যে যাদের নিশানা করেন সিং, তাদের মধ্যে অন্যতম এনডিএ-র মধ্যে থেকে আসা উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া হওয়া অনন্ত সিং-এর মতো প্রার্থীরাও রয়েছেন।

তার 'স্পষ্টবাদী' অবস্থান এবং দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তার বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তোলে বলে করে বিজেপি। যার ফলে শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, বহিষ্কারাদেশ পাওয়া ওই তিন নেতাকে এক সপ্তাহের মধ্যে দলীয় নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ ধরনের মোবাইল ফোন আমদানি বন্ধ হবে, গুরুত্বপূর্ণ আরো ৭ সিদ্ধান্ত

৩ ধরনের মোবাইল ফোন আমদানি বন্ধ হবে, গুরুত্বপূর্ণ আরো ৭ সিদ্ধান্ত