ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন কাল গণপরিবহন চলবে কি না, জানাল সড়ক শ্রমিক ফেডারেশন জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাতারের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তিচুক্তি করলো কঙ্গো সরকার ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘিরে সব বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ নর্থ ক্যারোলাইনায়

কুমিল্লায় অবৈধভাবে বালু উত্তোলন; জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
কুমিল্লায় অবৈধভাবে বালু উত্তোলন; জরিমানা ও কারাদণ্ড ছবি : সংগৃহীত

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে ১০ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (৮ অক্টোবর) আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় নির্মাণাধীন সেতুর পাশ থেকে ড্রেজার দিয়ে বালু তোলার সময় এ জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। জরিমানা করা হয় গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল এন্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে।


আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ। এ ঘটনার প্রেক্ষিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, তারা কোনো অনুমতি ব্যতীত নির্মাণাধীন সেতুর এলাকা থেকেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল; যা নদীর জন্য ক্ষতিকর এবং সেতুর জন্য ক্ষতিকর। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, অন্তত ২০ দিন যাবৎ তারা এভাবে বালু উত্তোলন করে আসছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম

নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম