ঢাকা | |

৯৬ তম অস্কারে সেরা অভিনেতা কিলিয়ান মার্ফি

গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড থেকে বাফটা। অস্কারের মঞ্চ থেকে সোনালি ট্রফি, যেন অপেক্ষা করছিল কিলিয়ান মার্ফির জন্য।
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:২ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:২ সময়
৯৬ তম অস্কারে সেরা অভিনেতা কিলিয়ান মার্ফি ছবি : সংগৃহীত
গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড থেকে বাফটা। অস্কারের মঞ্চ থেকে সোনালি ট্রফি, যেন অপেক্ষা করছিল কিলিয়ান মার্ফির জন্য। অবশেষে স্বপ্নের ট্রফি হাতে পেলেন অভিনেতা। ৯৬ তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তিনি।

সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

মার্ফি ছাড়া সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন ব্র্যাডলি কুপার, কোলম্যান ডমিঙ্গো, পল জিম্যাটি ও জেফরি রাইট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরি করে হইচই ফেলে দিয়েছেন আমেরিকান বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার। এই সিনেমায় অভিনয় করে এবার প্রথমবারের মতো অস্কার মনোনীত হোন কিলিয়ান মার্ফি। এরই মধ্যে চলচ্চিত্রটির জন্য তিনি বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কার ও গোল্ডেন গ্লোব জিতে নিয়েছেন মার্ফি অভিনেতা। সিনেবোদ্ধাদের ধারণা করেছিলেন, এবার অস্কারেও বাজিমাত করবেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাতারাতি হারিয়ে গেলো জাম্বিয়ার কাফুয়ে নদী

রাতারাতি হারিয়ে গেলো জাম্বিয়ার কাফুয়ে নদী