নারায়ণগঞ্জের
দ্বিগুবাবুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালালে ৩০০ টাকার
মরিচ ১০০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীদের।
মরিচ
কিনতে আসা এক ক্রেতা
জানান, আজকে বাজারে এসে
দেখলাম ২৫০ থেকে ৩০০
টাকায় বিক্রি হচ্ছে। এখন দেখলাম হঠাৎ
করেই দাম কমেছে, তাই
এক কেজি কিনে নিয়েছি।
নাটোরে
একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২৮০
টাকা কমেছে। পাইকারি বাজারে রবিবার প্রতিকেজি কাঁচা মরিচ ৪শ টাকায়
বিক্রি হলেও সোমবার (৩
জুলাই) বিক্রি হয় ১২০ টাকায়।
নাটোর শহরের বৃহত্তম কাঁচা বাজার স্টেশন বাজারের পাইকারি আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার সকাল থেকে প্রতিকেজি কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হয়। কাঁচামরিচের দাম কমে আসায় ক্রেতারা তা কিনতে আড়তে আড়তে ভিড় করছেন।মাত্র একদিনের ব্যবধানে দাম কমে হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা। আড়তদারদের দাবি ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দাম কমে এসেছে। কাঁচা মরিচের দাম আরও কমবে বলে জানান আড়তদাররা।