অপেক্ষার পালা শেষ হয়ে দেখতে দেখতে চলে এলো তারুণ্যের সর্ববৃহৎ কনসার্ট ‘জয় বাংলা কনসার্ট’। আজ শুরু হতে যাচ্ছে তরুণ প্রজন্ম ও সংগীতপ্রেমীদের উন্মাদনার কনসার্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে গত কয়েক বছর ধরে নিয়মিত আয়োজন করা হচ্ছে এই কনসার্টের। কনসার্টে গেট দুপুর ১২টায় দর্শকের জন্য খোলা হবে। মূল আয়োজন শুরু হবে দুপুর ২টায় বন্দরনগরী চট্টগ্রামে।
২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। কিন্তু এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে চলেছে কনসার্টটি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সুরের মুর্ছনায় মেতে উঠবে সংগীতপ্রেমীরা।
প্রতিবারের মতো এবারও কনসার্টে প্রবেশের জন্য ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকিট। এবারের কনসার্ট মাতাবে সর্বমোট ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ( চট্টগ্রামের ব্যান্ড দল ), কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট।
বরাবরের মতোই এ আয়োজন করছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’।পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।