ঢাকা | |
সংবাদ শিরোনাম :

৭ অক্টোবরের হামলায় যৌন সহিংসতা চালিয়েছে হামাস : জাতিসংঘ

৭ অক্টোবরের হামলায় হামাসের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে জাতিসংঘ।সোমবার (৪ মার্চ) এ ইস্যুতে ২৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১১:৮ সময়
৭ অক্টোবরের হামলায় যৌন সহিংসতা চালিয়েছে হামাস : জাতিসংঘ ছবি : সংগৃহীত
৭ অক্টোবরের হামলায় হামাসের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে জাতিসংঘ।

সোমবার (৪ মার্চ) এ ইস্যুতে ২৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘হামাসের বিরুদ্ধে গত ৭ অক্টেবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও অপহরণের পাশাপাশি ধর্ষণ, গণধর্ষণ, যৌনাঙ্গ ছেদন, যৌন নির্যাতনের মতো নিষ্ঠুর, বর্বর ও অমানবিক কার্যকলাপের স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ, আলামত পাওয়া গেছে। এমনকি যাদের জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছে হামাস, তাদের মধ্যেও কয়েক জনকে আগে ধর্ষণ করা হয়েছে, তারপর নিয়ে যাওয়া হয়েছে।’

জাতিসংঘের যৌন সহিংসতা এবং সংঘাত বিষয়ক বিশেষ দূত প্রমীলা প্যাটেনের নেতৃত্বে একটি দল ইসরায়েল গিয়ে সেখানে হামাসের হামলাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তথ্য-আলামত পরীক্ষা ও যাচাই শেষে হামাসের অপরাধ সম্পর্কে নিশ্চিত হয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। বর্তমানে হামাসের হাতে জিম্মি অবস্থায় যারা আটকা আছেন, তাদের মধ্যে নারীরা, বিশেষ করে তরুণী ও নারীরা এখনও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন বলে আশঙ্কা করছে করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল

যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল