ঢাকা | |

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে সৌদিতে জেলেনস্কি

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪৪ সময়
রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে সৌদিতে জেলেনস্কি ছবি : সংগৃহীত
রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রিয়াদে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরব সফরে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিনই তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে সৌদি আরব। তাই মধ্যস্থতাকারী হিসেবে সৌদিকে নিয়ে আশাবাদী জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রয়েছে তার। যুবরাজও রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে যাবতীয় প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের কথা জানান।

এর আগে এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি লেখেন, যুবরাজের সঙ্গে তার আলোচনায় থাকবে রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনার রূপরেখা। এছাড়া বন্দিদের ও জোর করে নিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলবেন তারা। 

বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একাধিক বহুপাক্ষিক বৈঠক করেছে ইউক্রেন। কিয়েভের প্রত্যাশা, সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন আয়োজন হবে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা

হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা