ঢাকা | |
সংবাদ শিরোনাম :

সুনামগঞ্জে ৬৬ অবকাঠামোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমের সুনামগঞ্জ জেলায় বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের প্রকল্পের আওতাধীন ৬৬ টি অবকাঠামোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৪৭ সময়
সুনামগঞ্জে ৬৬ অবকাঠামোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমের সুনামগঞ্জ জেলায় বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের প্রকল্পের আওতাধীন ৬৬ টি অবকাঠামোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০.০০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের অংশ হিসেবে সুনামগঞ্জেও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। জেলা পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনের  বিভিন্ন প্রকল্পগুলো হল, গণপূর্ত বিভাগের ৪ টি, ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল যাতে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ সংযুক্ত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, জেলা সমাজসেবা কমপ্লেক্স। এলজিইডি বিভাগের ৩৭ টি প্রকল্প, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালনী নদীর উপর ২১০ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ, জেলার বিভিন্ন উপজেলায় নবনির্মিত ৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ। দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৯ টি সুনামগঞ্জ পৌর কলেজের ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক কাম একাডেমিক ভবন, ইসলামগঞ্জ কলেজের ৪ তলা বিশিষ্ট  একাডেমিক ভবন নির্মাণ, বিভিন্ন উপজেলায় ৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ।

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার( বালিকা)২৫ শয্যা বিশিষ্ট নিবাস নির্মাণ। জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যমে ৩ টি বিশ্বম্ভপুর, দিরাই ও জগন্নাথপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলায় বরইউরি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসা নির্মাণ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ কোর্টের পিপি খাইরুল কবির রুমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড তৈয়বুর রহমান বাবুল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনকে আসামি করে মামলা

আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনকে আসামি করে মামলা