ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন কাল গণপরিবহন চলবে কি না, জানাল সড়ক শ্রমিক ফেডারেশন জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাতারের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তিচুক্তি করলো কঙ্গো সরকার ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘিরে সব বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ নর্থ ক্যারোলাইনায়

চাকসু নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচারণা

আজ রাত ১২ টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে ভোটারদের
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
চাকসু নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচারণা ছবি : সংগৃহীত

আজ রাত ১২ টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।


প্রচারণার শেষ দিনের একটি মুহূর্তও যেন নষ্ট করতে চান না প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, প্যানেল নয়, ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়।


চাকসু নির্বাচন উপলক্ষে পাঁচটি অনুষদ ভবনকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি গোপন ভোটকক্ষ থাকবে।


চাকসুতে সবচেয়ে বেশি ভোটার থাকছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। এখানে প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ড. মুহাম্মদ ইউনুস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেছা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬১৬ জন।


শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন (কলা ও মানববিদ্যা অনুষদ নতুন ভবন) কেন্দ্রে ভোট দেবেন শাহজালাল হল, এ. এফ. রহমান হল ও আলাওল হলের ৫ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সূর্য সেন হলের ৪ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন। এছাড়া সবচেয়ে কম ভোটার থাকছে আইটি অনুষদ ভবন কেন্দ্রে। এই কেন্দ্রে সোহরাওয়ার্দী হলের মোট ৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।


তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম

নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম