ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন কাল গণপরিবহন চলবে কি না, জানাল সড়ক শ্রমিক ফেডারেশন জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাতারের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তিচুক্তি করলো কঙ্গো সরকার ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘিরে সব বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ নর্থ ক্যারোলাইনায়

সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন। আমার মনে হয়, সেফ এক্সিট খুঁজতে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২১ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২১ সময়
সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না : রুমিন ফারহানা ছবি : সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন। আমার মনে হয়, সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সুতরাং তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন।’


সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।


রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে দেশ একটি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে বলেও দাবি করেছেন তিনি।

তিনি বলেন, ‘এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে।’


অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ কোনো প্রকার অনুশোচনা না করেই রাজনীতিতে ফেরার চিন্তা করছে বলে দাবি করেন রুমিন ফারহানা।


বিএনপির এই নেত্রী বলেন, ‘আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, ঘন ঘন হচ্ছে, ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা।


মিছিলের দৈর্ঘ্য প্রস্থও যথেষ্ট বড়। সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত-পা গুটিয়ে বসে আছে তেমনটি নয়। এই সরকারের ক্রমাগত ব্যর্থতা আওয়ামী লীগকে কোনো প্রকার দুঃখ প্রকাশ না করে আবারও রাজনীতিতে আসার কথা চিন্তা করছে।’

কোন একটা মহল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা।


তবে তিনি বলেন, ‘কোন মহল, এটা আমি জানি না।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম

নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম