ঢাকা | |

শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি পেছাল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি পিছিয়ে ১৯ জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি পেছাল ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি পিছিয়ে ১৯ জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩ জুন) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও হাজির হননি শেখ হাসিনা।

তাজুল ইসলাম জানান, এখন আইন অনুযায়ী এই দুজনের শাস্তি দিতে পারবে ট্রাব্যুনাল। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে এক বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে।

‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

এদিকে, গত ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স