ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। রোববার (২৫ মে) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এক হাজারেরও বেশি আন্দোলনকারী।
কর্মসূচি চলাকালীন অংশগ্রহণকারীরা প্রেস ক্লাবের সামনের সড়কের পাশাপাশি সচিবালয় মেট্রো স্টেশনের কনকোর্স প্লাজায়ও অবস্থান নেন। এতে যাত্রী চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মেট্রো যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের কেউ স্টেশনের ফ্যানের নিচে, কেউবা বাইরের সিঁড়িতে বসে ছিলেন। এতে স্টেশনের স্বাভাবিক যাত্রা বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে একাধিক গেট বন্ধ করে দেওয়া হয়, ফলে যাত্রীদের বিকল্প গেট ব্যবহার করতে হয় এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
এক যাত্রী, মেহেদী হাসান, বলেন, “আন্দোলন যদি সড়কে হয়, তাহলে স্টেশন প্লাজায় কেন? তারা যেখানে খুশি সেখানেই অবস্থান নেবে, এটা তো মেনে নেওয়া যায় না।”
অন্যদিকে আন্দোলনকারীদের একজন জানান, নিচে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা স্টেশনের কনকোর্স প্লাজায় উঠে এসেছেন। বিষয়টি নিশ্চিত করে সংগঠনের প্রধান সমন্বয়ক আখিল উদ্দিন জানান, তারা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং আন্দোলনকারীদের নিচে ফিরিয়ে আনার জন্য ভলান্টিয়ারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মেট্রো স্টেশনের এক কর্মকর্তাও জানান, আন্দোলনকারীরা ভেতরে বসে পড়ায় নিরাপত্তা বিবেচনায় একটি গেট বন্ধ করে দিতে হয়।
আন্দোলনকারীদের ছয় দফা দাবি হচ্ছে:
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪তম গ্রেড প্রদান;
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান;
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে;
৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সবাইকেই প্রশিক্ষণবিহীন স্নাতক পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে;
৫. বেতন স্কেল উন্নতি/পুনঃনির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল (১/২/৩টি)/উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্য হয়েছেন, তা উন্নীত/পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে; এবং
৬. পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণকে ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন