দুই মেয়াদে ছয় বছরে রিয়াল মাদ্রিদকে ১৫টি শিরোপা উপহার দিয়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল মৌসুমের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে শেষবারের মতো ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় তার বিদায়ের খবর। এ সময় আবেগঘন পরিবেশে কান্নায় ভেসেছে সান্তিয়াগো বার্নাব্যুর পুরো গ্যালারি ও খেলোয়াড়েরা।
তবে থেমে নেই এই ইতালিয়ান কোচ। খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়—ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, আজ (রোববার) রাতেই আনচেলত্তি পৌঁছাবেন রিও ডি জেনেইরোতে। সেখানে পা দিয়েই তিনি সেলেসাওদের আগামী ম্যাচের স্কোয়াড চূড়ান্ত করবেন। ধারণা করা হচ্ছে, সোমবারই ঘোষণা আসতে পারে চূড়ান্ত স্কোয়াডের।
ব্রাজিলের দায়িত্ব নিয়ে আনচেলত্তির প্রথম লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। কনমেবল অঞ্চলের বর্তমান পয়েন্ট তালিকায় তারা রয়েছে চতুর্থ স্থানে। তার অধীনে ব্রাজিলের যাত্রা শুরু হবে ৬ জুন, ইকুয়েডরের মাঠে। এরপর ১১ জুন ঘরের মাঠে তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের।
ও গ্লোবোর তথ্যমতে, আনচেলত্তি এরই মধ্যে ৫৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন, যেখান থেকে ২৩ জনকে নিয়ে হবে মূল দল। ২ জুন থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন। ধারণা করা হচ্ছে, রিয়াল মাদ্রিদে খেলা ফিলিপে এন্ড্রিক, রদ্রিগো এবং ইনজুরিতে থাকা ভিনিসিয়ুস জুনিয়র এই দলে জায়গা পাবেন।
আরেক সংবাদমাধ্যম ‘টিএনটি স্পোর্টস ব্রাজিল’ জানায়, প্রাথমিক তালিকায় ফ্ল্যামেঙ্গো ক্লাব থেকে অন্তর্ভুক্ত হতে পারেন লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো। সান্তোস ক্লাব থেকে নেইমার এবং সাও পাওলো থেকে অস্কারকেও রাখা হয়েছে সম্ভাব্যদের তালিকায়। অস্কার শেষবার ব্রাজিলের হয়ে খেলেছেন ২০১৬ সালে।
উল্লেখ্য, আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে। এর মধ্য দিয়ে তিনি ব্রাজিলের ইতিহাসে প্রথম পূর্ণ মেয়াদে নিয়োগপ্রাপ্ত বিদেশি কোচ হিসেবে নাম লেখালেন। এর আগে কোনো বিদেশি কোচ এত দীর্ঘ সময়ের জন্য সেলেসাওদের দায়িত্ব পাননি—তিনজন পেয়েছিলেন শুধুমাত্র সাময়িক দায়িত্ব।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন