সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি ফরমান অনুযায়ী আজ শনিবার (১৭ মে) সরকারি দপ্তরসমূহ খোলা থাকবে। একই ধারায় আগামী শনিবারও (২৪ মে) দপ্তর খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলস্বরূপ, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা দশ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে, এর বিপরীতে ১৭ ও ২৪ মে, এই দুই শনিবার সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক দিনের মতোই আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহকগণ। সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এই লেনদেন কার্যক্রম চলবে। তবে, ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। লেনদেন পরবর্তী সময়ে ব্যাংকের নিজস্ব কাজকর্ম পরিচালিত হবে।
উপদেষ্টা পরিষদের সম্মতিতে গত ৭ মে ঈদে সরকারি আদেশে দুই দিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি, ছুটির দিনগুলোতে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সাপ্তাহিক ছুটির এই দুই দিন (১৭ ও ২৪ মে) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি দপ্তর খোলা থাকবে।
চন্দ্র দর্শনের উপর নির্ভরশীল আগামী ৭ জুন বাংলাদেশে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
এর আগে থেকেই এবারের ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন পর্যন্ত মোট ছয় দিন নির্দিষ্ট করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সরকারি চাকুরিজীবীরা ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা দশ দিনের ছুটি পেতে চলেছেন।