ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন কাল গণপরিবহন চলবে কি না, জানাল সড়ক শ্রমিক ফেডারেশন জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাতারের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তিচুক্তি করলো কঙ্গো সরকার ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘিরে সব বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ নর্থ ক্যারোলাইনায়

দেশের তিন জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ

শনিবার নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৪২ সময়
দেশের তিন জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ ছবি: সংগৃহীত
শনিবার নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে আরো বলা হয়, টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব অব্যাহত থাকতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৮৪ মিলিলিটার রেকর্ড করা হয় সিলেটে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম

নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম