ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে কারণে ক্ষুব্ধ হয়ে টিম হোটেল ছাড়েন ধোনি সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং-কর্মীদের কোন এলাকায় কত বেতন, জানাল অর্থমন্ত্রণালয় বিচার বিভাগ সংস্কার শিগগিরই: উপদেষ্টা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব: ফারুক বৈঠকে সন্তুষ্ট না, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত সাকিবের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু ভুল নয়, বিশ্বাসঘাতকতাও: প্রেস সচিব পোষা বিড়ালকে মোবাইলে কী দেখালেন তারেক রহমান?

অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন, স্বামী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে ববিতা খাতুন (২০) নামে ৭ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, সকাল ৯:৪৮ সময়
অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন, স্বামী আটক ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে ববিতা খাতুন (২০) নামে ৭ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর স্বামী হযরত আলীকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) সকালে উপজেলার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হওয়া গর্ভবতী ববিতা খাতুন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের বকুল হোসেনের মেয়ে।

ববিতা খাতুনের মা জানান, রোববার সকালে সে তার মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসার জন্য হাজরাহাটি এলাকায় জামাতা হযরতের বাড়িতে যায়। এ সময় পারিবারিক বিষয় নিয়ে ববিতা ও তার স্বামী হযরত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত আলী ক্ষিপ্ত হয়ে ববিতার শরীরে কেরোসিন ছিটিয়ে আগুনে ধরিয়ে দেয়। এতে ববিতার শরীরের বেশ কিছু অংশে পুড়ে যায়।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী একদিকে সাত মাসের গর্ভবতী, অন্যদিকে পেটের অনেকাংশ পুড়ে গিয়েছে তার। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ