ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি।’
আজ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখ্খারুল ইসলাম প্রমুখ।
শোভাযাত্রা ও আলোচনায় খায়রূল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষাকরা অংশগ্রহণ করেন।
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কন্যাশিশুরা শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে। আর সমাজ আলোকিত হলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।
এ জন্য প্রতিটি কন্যাশিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়, জীবন গড়ার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন