রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রিয়াজ হত্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়াকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও, শুনানি হয়নি। কেবল সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম জামিনের পক্ষে শুনানি করেন। এ বিষয়ে আদালত পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৪ আগস্ট রাজধানীর সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে ২৩ বছর বয়সী রিয়াজ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট বিকেলে তার মৃত্যু হয়। এরপর রিয়াজের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন