ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামীকাল থেকে সারাদেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করলো পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন আহত অবসরের কথা ভাবছেন রোনালদো ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৮ শতাধিক রোগী মহাসড়কের বেহাল অবস্থা, নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিলেন উপদেষ্টা সরকার নির্বাচন চায় না, তারা দলগুলোকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে: রাশেদ খাঁন জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ 'পিএনএস সাইফ' বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে: প্রধান বিচারপতি রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালোভাবে চলবে— বললেন গভর্নর

রেমিট্যান্স ২৫ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) দেশের
  • আপলোড সময় : ১২ মে ২০২৫, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৫, দুপুর ২:০ সময়
রেমিট্যান্স ২৫ বিলিয়ন ডলার ছাড়াল
বাংলাদেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) দেশের প্রবাসীরা মোট ২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর আগে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ২১ দিনে প্রবাসীরা ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০.৭% বেশি । 
এই প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। মার্চের শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ঈদের মাস মার্চে দেশের ইতিহাসে রেকর্ড প্রায় ৩৩০ কোটি ডলারের রেমিট্যান্স আসে দেশে। ঈদের পর রেমিট্যান্সের গতি অব্যাহত রয়েছে। গত এপ্রিল মাসে প্রবাসীরা ২৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আর চলতি মে মাসের প্রথম সাতদিনে রেমিট্যান্স এসেছে ৬০১ মিলিয়ন ডলার। সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মে পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি (২৫ দশমিক ২৭ বিলিয়ন) ডলার। অথচ গত অর্থবছরের একই সময়ে ১ হাজার ৯৭২ কোটি ( ১৯ দশমিক ৭২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।

তথ্যানুযায়ী, গত বছরের আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতি মাসেই রেমিট্যান্স বাড়ছে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ডলার। সেপ্টেম্বরে এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ ডলার এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। চলতি বছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ