ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি: ফখরুল নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ঈদে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ ও র‍্যাবের টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা নতুন দেশ গড়ার সুযোগ এসেছে, এটা হারাতে চাই না: ড. মুহাম্মদ ইউনূস কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিক বিক্ষোভ ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান অভিভাবক সদস্য মানিক সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা দুই দশক পর বিটিভিতে আবেগপ্রবণ বেবী নাজনীন, জানালেন যে আক্ষেপের কথা

মধ্যরাতে ক্যাম্পাসে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মধ্যরাতে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, সকাল ৯:১১ সময়
মধ্যরাতে ক্যাম্পাসে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি : সংগৃহীত
মধ্যরাতে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে বিভিন্ন হল থেকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ শুরু করে তারা। বিক্ষোভ মিছিলে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে তারা বলেন, আমরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে নেমেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। কিন্তু প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা আমরা প্রত্যাশা করি না। সাধারণ শিক্ষার্থীরা এই মন্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমরা অতি শিগগিরই এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আর আমাদের এক দফা কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে বৈষম্য থেকে আমাদের মুক্তি দেবেন সেই প্রত্যাশা করি।

প্রসঙ্গত, রোববার (১৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।' প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েই রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?

এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?