ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছে : অধ্যাপক ইউনূস ঋণ পরিশোধ অব্যাহত থাকলেও বাড়ছে আদানির হুমকি ৪ মামলায় খালাস পেয়েছেন ইসলামিক বক্তা মাদানী ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের ভাগ্য খুলতে পারে আপিল বিভাগে ধর্ষণ থেকে শুরু করে লাশে আগুন দেয়া: বিভিন্ন অপরাধে ৬০০ ব্রিটিশ পুলিশ বরখাস্ত ট্রাম্পের ফিরে আসায় ভারত-বাংলাদেশের রাজনীতি কতটা আশঙ্কাজনক যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার ‘জীবনে সৎ হবার জন্য নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ট’

পাবিপ্রবিতে ছাত্রলীগের সমাবেশ, ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান

শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
পাবিপ্রবিতে ছাত্রলীগের সমাবেশ, ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান ছবি : সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগ। 

এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের জনদুর্ভোগ তৈরি না করে ক্লাসে ফেরার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়। এরপর প্রশাসনিক ভবন, স্বাধীনতা চত্বর অতিক্রম করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়।

মিছিল শেষে ক্যাফেটেরিয়ার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ বলেন, 'চলমান যে কোটা আন্দোলন চলছে এই আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাবো ক্লাস পরীক্ষায় ফিরে যেতে। এই আন্দোলনে বিএনপি-জামাতের ইন্দন থাকতে পারে, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের ইন্দনে পা দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা বলবো আদালত কোটা নিয়ে যে রায় দিয়েছেন সে রায় মেনে নিয়ে আপনারা ক্লাসে ফিরে যান। আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ তৈরি করবেনা। বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাথে ছিল, আগামীতেও আপনাদের সাথে থাকবে।'

ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, 'কোটা আন্দোলন নিয়ে সারাদেশকে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ভেবে দেখবেন বলে আমরা বিশ্বাস করি। সাধারণ শিক্ষার্থীদের বলবো জনদুর্ভোগ তৈরি করে কোন কিছুই আদায় করা সম্ভব নয়, তাই আপনারা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাসে ফিরে যান। কোটা সমস্যার সমাধান সরকার অবশ্যই করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর!

নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর!