যশোরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। তার ভোট লাগে না, নির্বাচন লাগে না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি নির্বাচন পর্যন্ত বঙ্গভবন থেকে শেখ হাসিনা যে তালিকা দেন, সেটাই নির্বাচন কমিশন নির্বাচনের দিন প্রকাশ করেন।
আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে বিধান, এটাই শেখ হাসিনা তৈরি করেছেন। এর বাইরে অন্য কিছু হয় না। তাই প্রধানমন্ত্রীর জনগণের দরকার পড়ে না, বেনজির আজিজদের মত কিছু লোকদের দরকার পড়ে।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৩ শাহাদাৎ বার্ষিকীতে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সোমবার (৩ জুন) বিকেলে শহরে বিডি হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় অ্যাড. রুহুল কবির রিজভী আরও বলেন, আন্তর্জাতিক মাস্টার প্ল্যান ওয়ান ইলেভেন ঘটিয়ে শেখ হাসিনা চিরস্থায়ী ক্ষমতায় রাখতে কাজ করছে প্রতিবেশী দেশ। ডামি নির্বাচনে শেখ হাসিনা সরকার গঠন করে পৃথিবীর কোন দেশ যখন স্বীকৃতি দেয় না, পার্শ্ববর্তী দেশ তখন স্বীকৃতি দেয়।
আজকে দেশের মানুষের কথা বলা ও স্বাধীনভাবে চলার অধিকার, তাদের ভোট দানের অধিকার নেই। অবাধ সুষ্ঠু নির্বাচনকে দেশান্তরীত করা হয়েছে। এটার জন্য ভারতের কিছু যায় আসে না। সরকারের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নেই।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন আলোচনা সভা পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. মুসা,অ্যাড. মো. ইসহাক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম প্রমুখ।