ঢাকা | |

চট্টগ্রামে ইসলামি ব্যাংকের লকার থেকে ১৫০ ভরি স্বর্ণ উধাও

চট্টগ্রাম নগরীর ইসলামি ব্যাংক চকবাজার শাখার লকার থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। এর মধ্যে কানের দুল,হাতের
  • আপলোড সময় : ২ জুন ২০২৪, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৪, দুপুর ৩:৬ সময়
চট্টগ্রামে ইসলামি ব্যাংকের লকার থেকে ১৫০ ভরি স্বর্ণ উধাও ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ইসলামি ব্যাংক চকবাজার শাখার লকার থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। এর মধ্যে কানের দুল,হাতের চুড়ি,গলা ও কানের জড়োয়া সেট,গলার সেট,গলার চেইন ও আংটি রয়েছে।

অভিযোগকারী হচ্ছেন নগরীর চট্টেশ্বরী রোডের বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা রোকেয়া বারী। তিনি গত ২৯ মে কিছু সোনার জন্য ব্যাংকে যান। গিয়ে লকার খোলা পান। অভিযোগকারী রোকেয়া বারীর ভাষ্য, প্রায় এক মাস পর তিনি ব্যাংকে গেছেন। লকার খুলতে গিয়ে তিনি দেখতে পান, লকার আগে থেকে খোলা পড়ে আছে। এ ঘটনায় ব্যাংকের লোকজন জড়িত বলে ধারণা তার।

ব্যাংক কর্মকর্তারা জানান,ঘটনার বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষজে জানিয়েছেন এবং প্রধান কার্যালয় থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন বলেন অভিযোগকারীকে বলেছি মামলা দায়ের করতে। এখন পর্যন্ত মামলা করতে তিনি আসেননি। যদি মামলা দায়ের করেন আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স