গাজীপুরের লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে বিদেশী পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, পাবনা জেলার মনির মোল্লা, বগুড়া জেলার বাদশা প্রামানিক, গাইবান্ধা জেলার রশিদুল।
পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল রাতে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভিতর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত।
এই সংবাদের ভিত্তিতে রাতেই কাশিপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বনের দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে এক পর্যায়ে সেখান থেকে মনির মোল্লা, বাদশা প্রামানিক, রশিদুল নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।