ঢাকা | |

মানিকগঞ্জে একদিনে পৃথক দুই অগ্নিকাণ্ড

মানিকগঞ্জের একদিনে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় ও শিবালয় উপজেলার আরিচা
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৪, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৪, সকাল ৯:৩১ সময়
মানিকগঞ্জে একদিনে পৃথক দুই অগ্নিকাণ্ড ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের একদিনে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় ও শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে আগুনের ঘটনা ঘটেছে।

জানা যায়, রোববার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় আগুন লাগে। এছাড়া রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ৬ ইউনিট। এর মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দুইটার দিকে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে রাত সোয়া ৪টার দিকে কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এর আগে রোববার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দীর সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং আরও দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে বৃষ্টি নামলে আগুন নিয়ন্ত্রণে আসে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা