অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হঠাৎ প্রিয় তারকার এমন দুঃসংবাদে চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা।
জানা যায়, বুকের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমার সময় শেষ, এখন আমি অবসরপ্রাপ্ত’।
অভিনেতা আরও জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।
সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার জন্ম ১৯৫৬ সালের ৮ই সেপ্টেম্বর পূর্ব ভারতের কলকাতায়। তিনি ফেলুদা চরিত্রের বিশেষ জনপ্রিয়।