রাঙামাটি জেলা শহরের রিজার্ভমুখ এলাকায় আগুনে দুইটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
এতে পুড়ে যায় দুইটি বসতঘর। পুড়ে যাওয়া দুই বসতঘরের মালিক মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু ও মো. সেন্টু।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯য়টার দিকে মো. হেদায়েতুল ইসলাম বাচ্চুর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে ফোন করা হলে, ফায়ার সার্ভিসের টিম এসে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা জানি না। কেননা আমরা কেউ বাড়িদে ছিলাম না। আগুনে মেয়ের বই খাতাসহ বাড়ির আসবাবপত্র সব পুড়ে গেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুনের সূত্রপাত কিভাবে তা আমরা এখনো বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপন করতে পারিনি।