ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ীতে ফ্ল্যাটে ঢুকে গৃহবধূ রহিমাকে (৩৮) গলা কেটে হত্যা ও স্বামী ইমরানকে (৩৯) গলাকেটে হত্যা চেষ্টার ঘটনায়
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ছবি : সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে ফ্ল্যাটে ঢুকে গৃহবধূ রহিমাকে (৩৮)  গলা কেটে হত্যা ও স্বামী ইমরানকে (৩৯) গলাকেটে হত্যা চেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। 

রোববার (১৬ নভেম্বর) দুপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন গাজীপুর র‍্যাব ১। এরআগে শনিবার দিবাগত রাতে গাজীপুর র‍্যাব ১ ও র‍্যাব ৬ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তবে কেন হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃত দুই যুবক, কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন আব্দুল হাকিমের ছেলে আইনুল ইসলাম বুলেট (২২) ও বাগেরহাট জেলার কচুয়া থানার আলতাব হোসেনের ছেলে রাজিব হোসেন (২০)। 

র‍্যাব জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় জহিরুল ইসলামের আবাসিক ভবনের ৫ম তলায় বসবাস করতেন ইমরান ও রহিমা। গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতের কোনো এক সময় তাদের রুমে গিয়ে দুজনের গলাকেটে পালিয়ে যায় বুলেট ও রাজিব। পরদিন সকালে ফ্ল্যাটের প্রতিবেশীরা ঘরের দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় স্বামী স্ত্রীর রক্তমাখা দেহ পড়ে আছে। খবব পেয়ে পুলিশ এসে গৃহবধূ রহিমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় স্বামী ইমরানের শরীরে স্পন্দন টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় প্রথমদিকে পুলিশ ও স্থানীয়দের ধারণা ছিল তারা নিজেরাই কোনো দ্বন্দ্বের জেরে স্বমী স্ত্রীকে হত্যার পর নিজে আত্নহত্যার চেষ্টা করেছিল। পরে নিহতের ভাই রহিম মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওইদিন রাতেই মামলার তদন্তে নামে র‍্যাব। এসময় বিভিন্ন মাধ্যমের দেয়া খবরে উঠে আসে হত্যার আসল তথ্য। পরে যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী ও বাগেরহাট জেলার কচুয়া থানাধীন দেপাড়াবাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আইনুল ইসলাম বুলেট ও রাজিবকে গ্রেফতার করা হয়। 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত দুই আসামীকে গ্রেফতার করে কোনাবাড়ী থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞেসাবাদ চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ ধরনের মোবাইল ফোন আমদানি বন্ধ হবে, গুরুত্বপূর্ণ আরো ৭ সিদ্ধান্ত

৩ ধরনের মোবাইল ফোন আমদানি বন্ধ হবে, গুরুত্বপূর্ণ আরো ৭ সিদ্ধান্ত