ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো: হাসনাত নতুন করে যারা ফ্যাসিবাদী হচ্ছেন, তাদের পরিণতিও আগের থেকে ভালো হবে না: ডা. তাহের প্রতি জন্মদিনে শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন ভক্ত হামাসের শীর্ষ নেতার সাথে বৈঠক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর প্রতীক হিসেবে ‘শাপলা কলি' নিতে প্রস্তুত এনসিপি ১২ কেজি এলপিজির দাম কমলো ২৬ টাকা পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনবো আবারও জামায়াতের 'আমির' নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল

রাশিয়ার তরুণদের মধ্যে একটি সস্তা ওজন কমানোর পিল দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ওষুধটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল ছবি : সংগৃহীত

রাশিয়ার তরুণদের মধ্যে একটি সস্তা ওজন কমানোর পিল দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ওষুধটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই পিলের প্রতি তরুণদের আকর্ষণ মূলত এর কম দাম ও দ্রুত ফলাফল দেখানোর প্রতিশ্রুতির কারণে। তবে চিকিৎসকরা বলছেন, এটি হরমোন এবং জিহ্বার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে বিপজ্জনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, 'যেকোনো দ্রুত ওজন কমানোর ওষুধ, বিশেষ করে সস্তা ও অবৈধভাবে প্রচারিত পিল, স্বাস্থ্যকে মারাত্মক ক্ষতি করতে পারে। ব্যবহারকারীদের উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকা।'

সেন্ট পিটার্সবার্গের ২২ বছরের মারিয়া জনপ্রিয় একটি অনলাইন রিটেইলার থেকে ট্যাবলেটটি কিনেছিলেন। দিনে দুইটি করে খেতে শুরু করেন। মাত্র দুই সপ্তাহের মধ্যেই তার মুখ শুকিয়ে যায় এবং ক্ষুধা প্রায় পুরোপুরিই হারিয়ে ফেলেন।

'খেতে তো ইচ্ছে করতই না, এমনকি পানি পান করতেও না। প্রচণ্ড নার্ভাস লাগত। ঠোঁট কামড়াতাম, গাল চিবোতে থাকতাম,' বলেন মারিয়া।

তিনি মারাত্মক দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন এবং নেতিবাচক চিন্তা তাকে গ্রাস করে ফেলে। 'ওষুধটা আমার মানসিক অবস্থার ওপর ভয়ানক প্রভাব ফেলছিল,' জানান তিনি। এত তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া যে হতে পারে—সেটা তাকে কেউ সতর্ক করেনি।

অন্যান্য ব্যবহারকারীরাও জানিয়েছেন—চোখের মণি বড় হয়ে যাওয়া, হাত কাঁপা, ঘুম না হওয়া—এ ধরনের উপসর্গ দেখা দিয়েছে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, পিলটি সেবনের পর অন্তত তিনজন স্কুলশিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

রাজধানীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫