জুলাই সনদে রদবদলের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য আশা করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের ওপর আস্থা রাখতে চায় বিএনপি।
রোববার (২ নভেম্বর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, জুলাই সনদের দফাগুলোর মধ্যে যা কিছু ছিল তার মধ্যে কোনো কোনো জায়গায় রদবদল হয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনও নীরব।
নির্বাচন প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন- জনগণ যদি ভোট দিতে যায় সেখানে নির্বাচন ভন্ডুল করার সুযোগ নেই। দলের পক্ষ থেকে জানান, বিএনপি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের প্রতি আস্থা রাখে। বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্যও করেন গয়েশ্বর
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন